দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এবি ব্যাংক শেয়ারহোল্ডারদেরকে ১:৬ হিসেবে অর্থাৎ প্রতি ৬টি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ার ইস্যু করা হবে। রাইট শেয়ার আভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে ইস্যু করা হবে।
শেয়ারহোল্ডারদের সম্মতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর রাইট শেয়ার ইস্যু করা হবে।