রোববার দর বৃদ্ধিতে এগিয়ে ছিল রহিমা ফুড করপোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ। শেয়ার লেনদেন হয়েছে ২২২ টাকা ৯০ পয়সা থেকে ২৪২ দশমিক ৪০ পয়সায়।
প্রতিষ্ঠানটি কবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে এবং তালিকাভুক্ত হওয়ার পর কবে কত শতাংশ লভ্যাংশ দিয়েছে তার কোনো হিসেব পাওয়া যায়নি ডিএসই ওয়েবসাইটে। তবে গত জানুয়ারি মাসে কোম্পানিটির পক্ষ থেকে বেশি কিছু বিষয় সামনে আনা হয়।
গত ৩ জানুয়ারি জানানো হয়, ২০১৩ সালের পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে কোম্পানিটি। তবে নতুন প্রকল্প হিসাবে নারকেল তেল তৈরির কারখানা প্রস্তত করা হবে ২০২১ এর মে মাসের মধ্যে। উৎপাদন শুরু করবে জুনে।
এরপর কোম্পানিটি তাদের প্রথম প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশ করে। যেখানে বলা হয় জুলাই থেকে সেপ্টেম্বর, ২০ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ পয়সা। আগের বছরের একই সময়ে যেখানে লোকসান ছিল ১ টাকা ৭৭ পয়সা।
রোববার দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল দেশ গার্মেন্টস, যার শেয়ার প্রতি দর বেড়েছে ৮ টাকা ১৯ পয়সা। লেনদেনে কোম্পানিটির শেয়ার দর ১১২ টাকা ২০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১২১ দশমিক ৪০ পয়সা।
আরও পড়ুন…ব্লক মার্কেটে বিদ্যুৎ খাতের দুই কোম্পানির বড় লেনদেন
জিকিউ বলপেনের শেয়ার প্রতি দর বেড়েছে ৭ টাকা ৮৩ পয়সা। বিডি ল্যাম্পের বেড়েছে ৬ টাকা ৭২ পয়সা।
এছাড়া দর বৃদ্ধির তালিকায় ছিল ফাইন ফুড, ইনফরমেশন সার্ভিস নেটওয়াক, আলহাজ্ব টেক্সটাইল, প্রিমিয়ার ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড ও সোনালী আঁশ।
আরও পড়ুন…লভ্যাংশ ঘোষণার তারিখ জানিয়েছে ৫ কোম্পানি
দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল লুভ রেফ বাংলাদেশ লিমিটেড, যার শেয়ার প্রতি দর কমেছে ৯ দশমিক ৬৮ শতাংশ। এছাড়া বিডি ফিন্যান্সের ৯ দশমিক ৩৯ শতাংশ, আইডিএলসির ৭ দশমিক ১৮ শতাংশ, সামিট পাওয়ারের ৬ দশমিক ৬০ শতাংশ দর কমেছে।
এ তালিকায় ছিল আইপিডিসি, সাইফ পাওয়ারটেক, ডাক্কাডাইং, লাফার্জ হোলসিম, এসোসিয়েট অক্সিজেন লিমিটেড ও ইজেনারেশন লিমিটেড।
আরও পড়ুন…
বড় হতাশা দিয়ে সপ্তাহ শুরু
ডিসেম্বর ক্লোজিং ১১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় বিনিয়োগকারীরা
বড় অঙ্কের বোনাস ঘোষণার পরও দাম ধরে রাখতে পেরেছে
চার কোম্পানি নগদ লভ্যাংশ ঘোষণা ১৬৪ কোটি টাকা
মুনাফায় বড় ঊর্ধ্বগতি থাকলেও লভ্যাংশে প্রভাব নেই
বেশি বোনাসে ব্যাপক লোকসান যেসব কোম্পানিতে
জেমিনি সি ফুডে বিনিয়োগ করে কপালে হাত
বেশি বোনাসের করুণ ফল