ভারতে গত ছ’সপ্তাহ আগে বাজেট পেশ করতে গিয়ে দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, বীমা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ করা হবে। এবার তার প্রস্তুতিও শুরু করে দিল কেন্দ্র। বীমা আইনে পরিবর্তন আনতে ইতিমধ্যেই সেই অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।
সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জানিয়েছে, সংসদে বাজেট অধিবেশন চলাকালীন এ বিষয়ে সংশোধিত বিলও পেশ করতে পারে কেন্দ্র। সরকারের বক্তব্য, বীমা খাতে নগদের জোগান এবং প্রতিযোগিতা বাড়াতেই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ৭৪% করা হচ্ছে।
বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণা, খোলা বাজারে ছাড়া হবে এলআইসির শেয়ার। বীমা বিলেও যে সংশোধনী প্রস্তাব আনা হবে, তাও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি নির্মলার বক্তব্য, সংস্থার অধিকাংশ মালিকদের ভারতীয় নাগরিকই হতে হবে এবং ৫০ শতাশং মালিক হবেন ‘স্বাধীন’।
দেশটির সরকারি সূত্রের দাবি, এই মুহূর্তে দেশের জিডিপির ৩.৭১ শতাংশ আসে বীমা খাত থেকে। এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং দীর্ঘমেয়াদি সম্পদ তৈরির পথ সুগম হবে।