বৃহস্পতিবার লেনদেনে সবচেয়ে বেশি এগিয়েছিল তালিকাভুক্ত ‘বি‘ ক্যাটাগরির কোম্পানি। এদিন অনালিমা ইয়ার্ডের শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। আগের দিনের ৩৯ টাকা থেকে দর বেড়ে হয়েছে ৪২ টাকা ৯০ পয়সা।
দ্বিতীয় অবস্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ৪৩৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৭৫ টাকা ৫০ পয়সা।
তৃতীয় অবস্থানে থাকা সালভো ক্যামিকেলের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ।
দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল সদ্য তালিকাভুক্ত কোম্পানি লুব রেফ (বাংলাদেশ) লিমিটেড। এক দিনে সর্বোচ্চ যত টাকা দর হারানো সম্ভব ততই কমেছে কোম্পানিটির।
লেনদেন শুরুর তৃতীয় কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বাড়া বা কমার কথা। কিন্ত শতাংশের হিসাবে ৯ দশমিক ৮৮ শতাংশ কমার সুযোগ ছিল। কমেছেও তা।
আগের দিনের ৬০ টাকা ৭০ পয়সা থেকে দর কমে হয়েছে ৫৪ টাকা ৭০ পয়সা।
দ্বিতীয় অবস্থানে থাকা বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ২৪ শতাংশ।
তৃতীয় অবস্থানে থাকা ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬ দশমিক ১৫ শতাংশ।