1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

এবার ডেল্টা লাইফ প্রশাসককে কারণ দর্শানোর রুল জারী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
DElta-Life

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যানের বিরুদ্ধে ডেল্টা লাইফ কর্তৃক দুদকে দাখিলকৃত ৫০ লক্ষ টাকার ঘুষ দাবীর অভিযোগ ডেল্টা লাইফের প্রশাসক কর্তৃক প্রত্যাহার করার প্রচেষ্টার কারণে কেন প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে না–এই মর্মে কারণ দর্শানোর রুল জারী করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার হাইকোর্টে আদেশ দেওয়া হয়। অন্য আরেক আদেশে আইডিআরএ-এর চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ যথাসময়ে তদন্ত পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

দুদকে তদন্তাধীন ও মহামান্য হাইকোর্ট বিভাগের নির্দেশনা থাকা সত্বেও সেই বিষয়ে হস্তক্ষেপ করে অভিযোগ প্রত্যাহারের জন্য ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পক্ষে অভিযোগকারী পল্লব ভৌমিককে চাপ সৃষ্টি ও আদেশ প্রদানের জন্য ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর নবনিযুক্ত প্রশাসক সুলতান-উল আবেদীন মোল্লা, এর বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ জারি করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান-এর দ্বৈত বেঞ্চ। এছাড়া উক্ত বেঞ্চ অন্য আরেক আদেশে আইডিআরএ-এর চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগ যথাসময়ে তদন্ত পূর্বক রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিবরণে প্রকাশ, আইডিআরএ-এর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানির নিকট ৫০ লক্ষ টাকার উৎকো বিষয়টি যখন দুদকে তদন্তাধীন এবং মহামান্য হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ উক্ত তদন্ত দ্রুত পরিচালনার জন্য দুককে নির্দেশ প্রদান করেছেন, এমতাবস্থায় ডেল্টা লাইফের নবনিযুক্ত প্রশাসক সুলতান-উল আবেদীন মোল্লা কোম্পানির পক্ষে দুদকে অভিযোগকারী পল্লব ভৌমিককে ভয়ভীতি প্রদর্শন পূর্বক দুদকে দায়েরকৃত অভিযোগ প্রত্যাহারের নির্দেশ প্রদান করেন।

পল্লব ভৌমিক উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে গুলশান থানায় উপস্থিত হয়ে একটি জিডি নং ৭৬৩, তারিখ ১৩/০২/২০২১ ায়ের করেন। এর পর কোম্পানির প্রশাসক জনাব সুলতান-উল আবেীন মোল্লা গত ১৭/০২/২০২১ তারিখে বিকাল ৫টা ২০ মিনিট হতে রাত ৯টা পর্যন্ত পল্লব ভৌমিককে কোম্পানির গুলশান হেড অফিসের ১৪ তলায় আটকিয়ে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন এবং দুদকের অভিযোগটি অসত্য ও বানোয়াট মর্মে প্রত্যাহরের জন্য প্রশাসক একটি লিখিত আদেশ প্রদান করেন যাহা বীমা আইন ২০১০ এর ধারা ৯৬ এ প্রদত্ত প্রশাসকের ক্ষমতা ও দায়িত্ব বহির্ভূত।

উল্লেখ্য যে, এই সময় আইডিআরএ-এর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন ফোনে পল্লব ভৌমিকের সাথে কথা বলে দুদকের অভিযোগ প্রত্যাহারের জন্য নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে ১৮/০২/২০২১ তারিখে পল্লব ভৌমিককে দিয়ে দুদকে মামলা প্রত্যাহারের একটি আবেদন দাখিল করা হয়।

এছাড়া মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতি জনাব মোঃ মজিবির রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লাহ এর দ্বৈত বেঞে প্রশাসক নিয়োগের আদেশকে চ্যালেঞ্জ করে রীট পিটিশন নং ২০৯৩/২০২১ দায়ের করা হয়। শুনানী অন্তে মহামান্য হাইকোর্ট রুল এবং স্ট্যাটাস-কো অর্ডার জারী করেন। উক্ত মামলা পেইন্ডিং থাকাঅবস্থায় জনাব পল্লব ভৌমিকের উপরে প্রশাসক এবং আইডিআরএ-এর চেয়ারম্যান কর্তৃক ভয়ভীতি প্রদর্শন পূর্বক ডেল্টা লাইফ কর্তৃক দুদকে দাখিলকৃত ৫০ লক্ষ টাকার উৎকোচ দাবীর অভিযোগ প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়।

ঘটনার বিষয়টি এক আবেদনের মাধ্যমে আদালতের নজরে আনলে গত ২৩ ফেব্রুয়ারী, ২০২১ তারিখে উভয় পক্ষের শুনানী অন্তে আদালত প্রশাসককে তার নিয়োগপত্রে উল্লিখিত দায়িতু ও কর্তব্যের মধোই সীমাবদ্ধ থাকতে নির্দেশ দিয়েছেন এবং দুদকে দায়েরকৃত অভিযোগটি প্রত্যাহারের বিষয়টি আমলে না নেয়ার জন্য দুদককে নির্দেশ প্রদান করেছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

এমডি নিয়োগ সামিট পাওয়ারে

  • ১ জানুয়ারী ২০২৫
  • লভ্যাংশ দেবে না বিআইএফসি

  • ৩০ ডিসেম্বর ২০২৪