বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে এসএস স্ট্রিল লিমিটেডের ৯ দশমিক ৪২ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ারদর ১৯ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ২০ টাকা ৯০ পয়সা।
তবে দর বৃদ্ধির শীর্ষে ছিল সদ্য তালিকাভুক্ত কোম্পানি লুব রেফ (বাংলাদেশ) লিমিটেড। লেনদেনের দ্বিতীয় দিনে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৪৯ দশমিক ৮৭ শতাংশ। নতুন কোম্পানি তালিকাভুক্তির নিয়ম অনুযায়ী কোম্পানিটির শেয়ারের এমন দর বেড়েছে।
তৃতীয় স্থানে ছিল রহিমাফুড, যার শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার ১৯৬ টাকা থেকে বেড়ে হয়েছে ২১১ টাকা ৯০ পয়সা। এ ছাড়া এ তালিকায় ছিল বিকন ফার্মা, বার্জার পেইন্ট বাংলাদেশ, ফরচুন, লিব্রা ইনফিউশন, এক্টিভফাইন, ওয়ালটন ও লিন্ডে বিডি।
দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ার ফিন্যান্স লিমিটেড, এদিন কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা ৩০ পয়সা থেকে কমে হয়েছে ৪ টাকা। দর কমেছে ৬ দশমিক ৯৭ শতাংশ। এ ছাড়া সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ারদর কমেছে ৫ দশমিক ৩৮ শতাংশ।
এ তালিকায় আছে এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, সাভার রিফ্যাক্টরিস, শাইনপুকুর সিরামিক, ইজেনারেশন লিমিটেড, মাইডাস ফিন্যান্স।