বুধবার সূচক ও লেনদেন কমলেও কোম্পানিভিত্তিক লেনদেনে এগিয় ছিল রবি, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, এসএস স্টিল, বেক্সিমকো।
বুধবার রবির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১৪ লাখ ১২ হাজার ১২৫টির, যার বাজারমূল্য ছিল ৫৮ কোটি ৪৮ লাখ টাকা।
শেয়ার লেনদেনের দিক দিয়ে পিছিয়ে থাকলেও টাকার অঙ্কে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। বুধবার বেক্সিমকো লিমিটেডের ৮৭ লাখ ৬৪ হাজার ৩৪৩টি শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ১৯ লাখ টাকায়।
লাফার্জহোলসিম লিমিটেডের লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার। সামিট পাওয়ার লিমিটেডের ৫৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের মোট ৩১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।