1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

আগ্রহ ও অনাগ্রহের কোম্পানি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে ছিল লুব রেফ (বাংলাদেশ) লিমিটেড। লেনদেনের শুরুর দিনে কোম্পানিটির মাত্র ৫টি শেয়ার লেনদেন হয়েছে। ২৭ টাকায় লেনদেন শুরু হওয়া এই কোম্পানির দিনের সর্বোচ্চ দর ৪০ টাকা ৫০ পয়সায় উঠেছে।

এছাড়া দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল রহিমাফুড, যার শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ২৪ শতাংশ।

এছাড়া এ তালিকায় ছিল জিকিউ বলপেন, যার শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ০২ শতাংশ, পেনিন সুলার চট্টগ্রাম লিমিটেড শেয়ার দর বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ।

লাফার্জ হোলসিম, রবি, গোল্ডেনসন ও শাইনপুকুর ছিল দর বৃদ্ধির পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায়।

লভ্যাংশ ঘোষণার কারণে সোমবার গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ ছিল। মঙ্গলবার লেনদেন শুরু হওয়ায় এদিন কোম্পানিটির শেয়ার দরে কোনো সার্কিট ব্রেকার ছিল না। ফলে এদিন কোম্পানির শেয়ার কমেছে ১১ দশমিক ৩০ শতাংশ।

২০২০ সালে কোম্পানিটির আর্থিক হিসাব পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ মোট ৩১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার ২৪ দশমিক ৫ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫ শতাংশ বোনাস।

এছাড়া ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ইউনিটি প্রতি দর কমেছে ৫ দশমিক ৯৫ শতাংশ। এছাড়া এ তালিকায় ছিল প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস লিমিটেড।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ১৩ জানুয়ারী ২০২৫