চলতি সপ্তাহের শুরু থেকে পুঁজিবাজারে দামি শেয়ারের যে দাপট শুরু হয়েছিল তা মঙ্গলবারও অব্যাহত ছিল। বেড়েছে পুঁজিবাজারে হাজার টাকার ওপর অবহিত মূল্যের শেয়ারের।
মঙ্গলবার রেকিডবেনকিউজারের শেয়ার প্রতি ৪৩ টাকা ৭০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ৪ হাজার ৭১১ টাকায়। ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেডের শেয়ার প্রতি ৪৬ টাকা ১০ পয়সা বেড়ে লেনদেন হয়েছে ২ হাজার ৮৯২ টাকায়। বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের প্রতিটি শেয়ারের দর মঙ্গলবার বেড়েছে ১০৬ টাকা ৮০ পয়সা। দিন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১ হাজার ৮১৬ টাকায়।
দর বেড়েছে ১ হাজার ৩৪৭ টাকায় লেনদেন হওয়া লিন্ডে বিডির। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রির প্রতিটি শেয়ার দর ৩৭ টাকা বেড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৭৫ টাকায়।
কেন বাড়ছে দামি শেয়ারের দর এমন উত্তরে আবু আহমেদ বলেন, ‘বহুজাতিক কোম্পানিগুলো প্রতি বছরই বিনিয়াগকারীদের ভালো লভ্যাংশ দিয়ে থাকে। এতে এসব কোম্পানির প্রতি আস্থা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের। এছাড়া দর কিছুটা কম থাকায় এসব কোম্পানির প্রতি আগ্রহও তৈরি হয়েছে।’