1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ইউনাইটেড এয়ারকে সচল করতে পর্ষদ পুনর্গঠন বিএসইসি’র

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজকে সচল করতে গত ২৮ ফেব্রুয়ারি পুরাতন পরিচালনা পর্ষদ বাতিল করে পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পুনর্গঠিত পর্ষদকে সার্বিক সহযোগিতার জন্য সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছে বিএসইসি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার এই চিঠিতে বলা হয়েছে, ইউনাইটেড এয়ারওয়েজের ১ লাখ ৬০ হাজার শেয়ার হোল্ডারের স্বার্থরক্ষা ও সার্বিক ব্যবস্থাপনা উন্নয়নে কমিশন কাজ করছে। বিএসইসি গত ২৮ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারওয়েজের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে কাজী ওয়াহিদুল আলমকে চেয়ারম্যান করে ৮ সদস্যের স্বাধীন পরিচালক নিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে।

চিঠিতে ইউনাইটেড এয়ারওয়েজ বিডিকে পুনরায় আকাশপথে সেবা দেয়ার লক্ষ্যে পুনর্গঠিত পরিচালনা পর্ষদকে সার্বিক সহযোগিতা দিতে বেবিচকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

যে কারণে নতুন পরিচালনা পর্ষদ

পাঁচ বছর কার্যক্রম বন্ধ থাকা ইউনাইটেড এয়ারওয়েজ নতুন করে চালু করতে প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের বাদ দিয়ে পুনর্গঠন করা হয়েছে পরিচালনা পর্ষদ।

বিএসইসির এই সিদ্ধান্তে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করে বিপাকে পড়া হাজার হাজার মানুষ তাদের নাই হয়ে যাওয়া অর্থ ফিরে পাওয়ার আশায় আছেন।

২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিচালনা পর্ষদের প্রধান ছিলেন তাসবিরুল আলম চৌধুরী। তাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয়েছে কাজী ওয়াহিদুল আলমকে।

ওয়াহিদুলের এভিয়েশন ব্যবসায় অভিজ্ঞতা আছে। তিনি বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। বর্তমানে তিনি পর্যটন ও এভিয়েশন-বিষয়ক একটি ম্যাগাজিনের সম্পাদক।

নতুন পর্ষদের সদস্যদের মধ্যে আছেন এম সাদিকুল ইসলাম, মাসকুদুর রহমান সরকার, এটিএম নজরুল ইসলাম, অধ্যাপক ড. বদরুজ্জামান ভূইয়া, মুহাম্মদ ইউনুস ও মুহাম্মদ শাহ নেওয়াজ।

আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের

ইউনাইটেড এয়ারওয়েজ পুঁজিবাজারের মূল মার্কেটের জেড ক্যাটাগরির কোম্পানি ছিল। গত ১৩ জানুয়ারি কোম্পানিটিকে মূল মার্কেটে রাখা ঝুঁকিপূর্ণ বিবেচনায় সরিয়ে নেয়া হয় ওটিসি মার্কেটে।

সেখানে যাওয়ার পর কোম্পানিটির শেয়ারহোল্ডাররা একে একে তাদের কাছে থাকা শেয়ার বিক্রির আদেশ দিতে থাকেন। ২ মার্চ পর্যন্ত কোম্পানিটির প্রায় ৭৮ লাখ শেয়ার বিক্রির আদেশ আসে।

কিন্তু ওটিসি মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রয়প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় এ সময়ে কোনো শেয়ার বিক্রি হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি বোর্ড পুনর্গঠন হওয়ার পর আশাবাদী হয়ে ওঠেন শেয়ারহোল্ডাররা। ৩ মার্চ এক দিনেই ওটিসিতে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের ৭৮ লাখ শেয়ার বিক্রি হয়ে যায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ