সোমবার দর বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে ছিল জেড ক্যাটাগরির কোম্পানি। কিন্ত দর বৃদ্ধির শীর্ষ দশের তালিকার বাইরে রাখা হয় জেড ক্যাটাগরিকে। ফলে এদিন দর বৃদ্ধির শীর্ষে ছিল শাইনপুকুর সিরামিক লিমিটেড, যার শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৪৪ শতাংশ। তারপরেই ছিল এসোসিয়েটড অক্সিজেন লিমিটেড, যার শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ।
শাহাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া এ তালিকায় আছে সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড ও বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
দরপতনের দিক দিয়ে এগিয়ে ছিল লিব্রা ইনফিউশন লিমিটেড, যার শেয়ার দর কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। রহিমা ফুড করপোরেশনের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৫৪ শতাংশ। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৬৮ শতাংশ।
এ তালিকায় আরও ছিল জুট স্পিনিং, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, ফনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড ও সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি।