আজ সোমবার বিটিআরসির হাতে থাকা দুটি ব্যান্ডের অব্যবহৃত তরঙ্গের নিলাম হতে যাচ্ছে। ইতিমধ্যেই মোবাইল অপারেটরগুলো এই তরঙ্গ কেনার জন্য আবেদন জানিয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে।
কমিশনের স্পেকট্রাম বিভাগের তথ্যানুযায়ী, আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ নিলামে দেশের তিন মোবাইল অপারেটর অংশ নিচ্ছে। ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ মোট পাঁচটি ব্লকে নিলাম করা হবে। নিলামের ভিত্তিমূল্য ২০১৮ সালের ভিত্তিমূল্য অনুযায়ী প্রতি মেগাহার্টজ তরঙ্গ ৩১ মিলিয়ন ডলার বা ২৬৩ কোটি টাকা রাখা হয়েছে। আর ২১০০ মেগাহার্টজ ব্যান্ডে ১৫ মেগাহার্টজ ব্যবহারযোগ্য তরঙ্গ মোট তিনটি ব্লকে নিলাম করা হবে। এর ভিত্তিমূল্য হবে ২০১৮ সালের নিলামের ভিত্তিমূল্য অনুযায়ী প্রতি মেগাহার্টজ ২৭ মিলিয়ন ডলার বা ২২৯ কোটি টাকা। ১৫ বছরের জন্য এই তরঙ্গ পাওয়া যাবে।
নিলামের শর্ত অনুযায়ী, কোনো অপারেটর যদি ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের নিলামে অংশ না নেয়, তাহলে তাকে ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের নিলামে অংশ নিতে দেওয়া হবে না। গাইডলাইন অনুযায়ী, প্রতিটি তরঙ্গের জন্য নিলামে অংশগ্রহণকারী মোবাইল অপারেটরদের ১০০ কোটি টাকা করে অগ্রিম জমা দিতে হবে এবং এই অর্থ পরে নিলাম থেকে ক্রয় করা তরঙ্গের ফি থেকে সমন্বয় করা হবে।
সাম্প্রতিক সময়ে অপারেটরদের সেবার মান উল্লেখযোগ্যভাবে কমেছে। একইসঙ্গে বেড়েছে গ্রাহকের অভিযোগের সংখ্যা। বিটিআরসির কর্মকর্তারা জানিয়েছেন, সেবার মান খারাপ হওয়ার উল্লেখযোগ্য একটি বড় কারণ হচ্ছে পর্যাপ্ত তরঙ্গ না থাকা। দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যার তুলনায় তরঙ্গ খুবই নগণ্য। এতে করে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে রয়েছেন ইন্টারনেট গ্রাহকরা। সেবার মান বাড়াতেই অব্যবহৃত তরঙ্গের নিলাম হচ্ছে বলে জানা গেছে।
মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বের বেশিরভাগ দেশ থেকেই পিছিয়ে রয়েছে বাংলাদেশ। অনলাইনে ইন্টারনেটের গতি জরিপকারী প্রতিষ্ঠান স্পিডটেস্টের গত জানুয়ারির পরিসংখ্যান অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৬তম। পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মিয়ানমার ছাড়াও আফ্রিকার দরিদ্র দেশ ইথিওপিয়া ও সোমালিয়ার চেয়েও বাংলাদেশের অবস্থা খারাপ। এমন পরিস্থিতিতে আজ যে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখান থেকে বাড়তি তরঙ্গ কেনার পর মোবাইল ইন্টারনেট সেবার মানে কিছুটা উন্নতি আসবে বলে মনে করা হচ্ছে।
২০১৮ সালে দেশে ফোর-জি চালু করার জন্য তরঙ্গ নিলাম করে বিটিআরসি। নিলামে মোট ১১টি ব্লকে ৪৬ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ নিলামের জন্য ছিল। এর মধ্যে তিনটি ব্লকে ১৫ দশমিক ৬ মেগাহার্টজ বিক্রি হয়। উচ্চমূল্যের কারণে বাকি ৬৭ শতাংশ তরঙ্গ অবিক্রীত থাকে বলে অপারেটরগুলো জানায়। সেই নিলাম থেকে বাংলালিংক ৩০৮ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যে ১০ দশমিক ৬ মেগাহার্টজ এবং গ্রামীণফোন ১৫৫ মিলিয়ন ডলার মূল্যে ৫ মেগাহার্টজ তরঙ্গ কিনেছিল।
বিটিআরসির হিসাবে, টু-জির ৯০০ ও ১৮০০ মেগাহার্টজ ব্যান্ড এবং থ্রি-জির ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের মিলিয়ে গ্রামীণফোনের হাতে মোট ৩৭ মেগাহার্টজ তরঙ্গ আছে। এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়ার পর রবির মোট তরঙ্গের পরিমাণ এখন ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ। এছাড়া বাংলালিংকের হাতে ৩০ দশমিক ৬ মেগাহার্টজ এবং রাষ্ট্রায়ত্ত টেলিটকের হাতে রয়েছে ২৫ দশমিক ২০ মেগাহার্টজ তরঙ্গ।