বেক্সিমকো লিমিটেডের রাজস্ব কমলেও উল্লম্ফন ঘটেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানির শেয়ার দর। দর বাড়ার কোম্পানির তালিকায় আছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো, বার্জার প্রেইন্ট, রেকিডবেনকিউসার।
রোববার সবচেয়ে বেশি বিএটিবিসি’র ১৯ লাখ ৪৬ লাখ ২৭৯টি শেয়ার লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকায়, যা মোট লেনদেনের ১৪ শতাংশ। দর বেড়েছে ৫৫৬ টাকা থেকে ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৯৮ দশমিক ৫০ টাকা।
এছাড়া এগিয়ে ছিল রেকিড বেনকিউজার, যার শেয়ার দর বেড়েছে ১৬৬ টাকা। দিন শেষে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩০ টাকা। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর দশমিক ৫৩ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ১৪৭ টাকায়। এদিন কোম্পানিটির শেয়ার প্রতি দর বেড়েছে ১১ টাকা।
বার্জার প্রেইন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৬ দশমিক ১৩ শতাংশ। শেয়ার প্রতি দর ১ হাজার ৫৫৭ টাকা থেকে ৯৫ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৬৫২ টাকা।
লিন্ডে বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর ১ হাজার ৩০৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৩৩৫ টাকা। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ।
ওয়ালটন হাইটেড ইন্ডাস্ট্রিস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৪৮ শতাংশ। আগের দিনের ১ হাজার ১৯০ টাকা থেকে দর বেড়ে হয়েছে ১ হাজার ২২৩ টাকা।
হঠাৎ দামিসহ বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দরের এমন উত্থান বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি আতাউল্লাহ নাঈম বলেন, ‘বিগত সময়ে দেখা গেছে দেশীয় অনেক ভালো কোম্পানি বিনিয়োগকারীদের বোনাস বা ভালো লভ্যাংশ দেয়ার পর সেই দর আর থাকেনি। বরং ক্রমেই কমেছে।’
তিনি জানান, সম্প্রতি বিএটিবিসি ২০০ শতাংশ বোনাসসহ ৬০০ শতাংশ নগদ দেয়ার পর শেয়ার দরে খুব বেশি পতন হয়নি। বরং বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এমন ধারণা থেকেও বহুজাতিক ও দামি শেয়ারগুলোর দর বাড়তে পারে।