বেক্সিমকো লিমিটেডের রাজস্ব কমলেও উল্লম্ফন ঘটেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানির শেয়ার দর। দর বাড়ার কোম্পানির তালিকায় আছে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো, বার্জার প্রেইন্ট, রেকিডবেনকিউসার।
পুঁজিবাজারে আগ্রহ হারানোর তালিকায় এবার যোগ হলো বেক্সিমকো লিমিটেড।
গত তিন মাসের বেশি সময় ধরে এককভাবে লেনদেনে রাজত্ব করেছে এই কেম্পানি। এমনও লেনদেন হয়েছে, যখন মোট লেনদেনে শুধু বেক্সিমকোর অংশগ্রহণ ছিল ৩০ শতাংশের বেশি। এই সময়ে এককভাবে তিনশ কোটি টাকার বেশির লেনদেনের ইতিহাসও আছে কোম্পানিটির।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেক্সিমকো লিমিটেডের রাজস্ব কমলেও উল্লম্ফন ঘটেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশি-বিদেশি বহুজাতিক কোম্পানির শেয়ার দর।
ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের রেকর্ড ডেটের পর ফ্লোর প্রাইস সংশোধন করে নির্ধারণ করা হয় ৫১৮ টাকা। এতে গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধিসহ লেনদেনের শীর্ষে উঠে আসে। রোববারও তাই হয়েছে। এককভাবে এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ কোটি টাকার।
এছাড়া এ তালিকায় ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ম্যারিকো, বার্জার প্রেইন্ট, রেকিডবেনকিউসার।
কেমন ছিল বেক্সিমকো লিমিটেড
২০২০ সালের জুলাই মাসে ১৩ টাকা দরের বেক্সিমকো লিমিটেড যারা ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেন করেছেন তারাও প্রত্যেকেই শেয়ার প্রতি ৫০ শতাংশের বেশি লাভ করেছেন। এই সময়ে ক্রমাগত দর বেড়ে বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর হয়েছে ৯১ টাকা। লেনদেনে উত্থান পতন থাকলেও বর্তমানে লেনদেন হচ্ছে ৮১ টাকায়।
সর্বশেষ সুদবিহীন সুকুক বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকা তুলে বেশির ভাগ অংশই নিজেদের মালিকানাধীন দুটি সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগ করার উদ্যোগ নিয়েছে বেক্সিমকো।
উত্তলন করা টাকা বিনিয়োগ হবে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা ও লাঠশালার চরে ১ হাজার একর জমির উপর নির্মাণ হচ্ছে ২০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎকেন্দ্র। বিনিয়োগ করা হবে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্মিতব্য ৩০ মেগাওয়াটের করতোয়া সোলার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রেও।
এই দুটি বিদ্যুৎকেন্দ্রের ৭৫ শতাংশের মালিক বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিপাওয়ার। আর এই প্রতিষ্ঠানের ৭৫ শতাংশের মালিক বেক্সিমকো লিমিটেড। তবে সব অর্থই এই দুই প্রতিষ্ঠানে বিনিয়োগ হবে না। বেক্সিমকোর টেক্সটাইলের ব্যবসা সম্প্রসারণেও ব্যয় হবে একটি অংশ।
পিপিই শিল্প পার্ক স্থাপনে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বেক্সিমকো। এখান থেকে বছরে ৫ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করার আশা করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র কোম্পানিটি থেকে পণ্য কেনার চুক্তি করেছে।
তিন মাসের বেশি সময় ধরে এমন খবরে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন রোববার কমে এসেছে। এদিন কোম্পানিটির মাত্র ৫৩ লাখ ৫০ হাজার শেয়ার লেনদেন হয়েছে মাত্র ৪৩ কোটি টাকায়।