শেয়ারধারীদের ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করায় রেকর্ড ডেটের পর ডাচ বাংলা ব্যাংকের ফ্লোর পাইস পরিবর্তন হবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি যদি রাইট বা বোনাস শেয়ার লভ্যাংশ আকারে প্রদান করে তবে তার রেকর্ড ডেটের পর যে দর থাকবে তার সমন্বয় দরই হবে সেই কোম্পানির ফ্লোর পাইস।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর পুঁজিবাজারে ধস ঠেকাতে সর্বনিম্ন দাম বেঁধে দিয়ে ঘোষণা করা হয় ফ্লোর প্রাইস। তালিকাভুক্ত সব কোম্পানির ক্ষেত্রেই এই দাম বেঁধে দেয়া আছে। বলা হয়েছে, এর নিচে কোনো অবস্থাতেই শেয়ারের দাম যাবে না।
বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের ফ্লোর পাইস নির্ধারণ করা আছে ৫৬ টাকা ৯০ পয়সা।
এর আগে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেডের ফ্লোর প্রাইস ৯০৭ টাকা ৬০ পয়সা থেকে পরিবর্তন করে ৫১৮ টাকা নির্ধারণ করা হয়। প্রতিষ্ঠানটি ২০২০ সালের জন্য বিনিয়োগকারীদের ২০০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।