বন্ধ ও লোকসানি পাঁচটি প্রতিষ্ঠানের পর্ষদ পুনর্গঠনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উদ্যোগের পর দুর্বল এসব কোম্পানির শেয়ার দর যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল, তা থেমেছে। আরও বেড়ে যাবে ভেবে দাম বাড়িয়ে যারা শেয়ারগুলো কিনেছেন গত দুই দিনে, তারা এখন পুঁজি হারানোর শঙ্কায়।
আগের দুই কার্যদিবসে সর্বাধিক দর বৃদ্ধির তালিকায় এসব লোকসানি প্রতিষ্ঠানের প্রাধান্য থাকলেও সপ্তাহের শেষ কার্যদিবস সবচেয়ে বেশি দর হারানোর তালিকায় এসব প্রতিষ্ঠান।
গত দুই দিনে যারা শেয়ারগুলো কিনেছেন, তাদেরকে বিক্রি করতে আরও এক সপ্তাহের বেশি অপেক্ষা করতে হবে। কারণ, এই শেয়ারগুলো বিক্রি করা যায় ১০ কার্যদিবস পরে। তত দিনে আরও কমে গেছে আরও বেশি হতাশ হতে হবে বিনিয়োগকারীদের।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ৩৫৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে সবচেয়ে বেশি দর হারানো ১৬টি কোম্পানির মধ্যে ১৪টিই বন্ধ ও লোকসানি প্রতিষ্ঠান।
বিএসইসি চলতি সপ্তাহে ইউনাইটেড এয়ার, সিঅ্যান্ডএ টেক্সটাইল, ফ্যামিলি টেক্স ও এমারেল্ড অয়েলের বোর্ড পুনর্গঠনের পর এই শেয়ারগুলোর দাম বেড়েই চলছিল।
এর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইল ও এমারেল্ড অয়েলের দর টানা দিন দিন বেড়েছে একদিনে যত বাড়া সম্ভব ততই।
তবে পুঁজিবাজার বিশ্লেষকরা বিনিয়োগকারীদেরকে সতর্ক করে দিয়ে আসছিলেন যে, বোর্ড পুনর্গঠন মানেই কোম্পানির উৎপাদন চালু হবে এমন না। নতুন বোর্ড কোম্পানির পরিস্থিতি পর্যালোচনা করে কী করা যেতে পারে তার সুপারিশ করবে। তারা কোম্পানি অবসায়নের পরামর্শও দিতে পারে।
পুঁজিবাজার বিশ্লেষক হিসেবে পরিচিত অর্থনীতিবিদ আবু আহমেদ বলেছেন, বোর্ড পুনর্গঠনের খবরে ভুল ব্যাখ্যা ছড়িয়ে কারসাজির চেষ্টা করা হতে পারে। এ নিয়ে সতর্ক থাকতে হবে।
খাতভিত্তিক দিনের লেনদেন
ব্যাংক খাতে ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছেও সমসংখ্যকের। তবে পাল্টায়নি আটটির দর।
প্রকৌশল খাতেও বেশির ভাগকোম্পানির শেয়ারের দর পাল্টায়নি। ৪২টি কোম্পানির মধ্যে অপরিবর্তিত ছিল ১৯টির দর। বেড়েছে নয়টির আর বাকি ১৪টির দর কমেছে।
ব্যাংক বহির্ভূত ২৩টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে তিনটির, কমেছে ১৬টির। অপরিবর্তিত চারটির দর।
বিমা খাতেও লেনদেন কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ৪৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে পাঁচটির। অপরিবর্তিত সাতটির দর।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২১ কোম্পানির মধ্যে বেড়েছে আটটির দর, কমেছে ১১টির। দর পাল্টায়নি দুটির।
সূচক ও লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জের-ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে।
শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ৫ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ পয়েন্টে।
বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২০ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।
লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১৫০টির ও পাল্টায়নি ১০৭টির দর।
লেনদেন হয়েছে ৭০৭ কোটি টাকা। আগের দিন ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৬৮ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে- সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৬০ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে।
লেনদনে হওয়া ২৫০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০৫টির ও পাল্টায়নি ৬৫টির। লেনদেন হয়েছে ৭৯ কোটি টাকা।