1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন

বেক্সিমকো, রবি, ফার্মার রাজত্ব

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

লেনদেনে ‍তিন কোম্পানির রাজত্ব দেখা গেল সপ্তাহের শেষ দিনে। বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা আর বেক্সিমকো ফার্মার শেয়ার হাতবদল হয়েছে সবচেয়ে বেশি।

অবশ্য গত এক মাসে আগ্রহের কেন্দ্রে আসা বিএটিবিসির শেয়ারেরও বিপুল পরিমাণ ক্রেতা ছিলেন। তবে সেই তুলনায় বিক্রেতা ছিল কম। তার পরেও সর্বাধিক হাতবদল হওয়া শেয়ারের মধ্যে পঞ্চম স্থানে এই কোম্পানিটি।

গত ডিসেম্বর থেকেই বেক্সিমকো ও বেক্সিমকো ফার্মার শেয়ার নিয়ে হুলুস্থুল চলছে। প্রায় প্রতিদিনই লেনদেনের শীর্ষে থাকে বেক্সিমকো লিমিটেড।

সম্প্রতি পিপিই শিল্প পার্ক স্থাপনে ৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বেক্সিমকো। এখান থেকে বছরে ৫ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করার আশা করছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্র এখান থেকে পণ্য কেনার চুক্তি করেছে।

সর্বশেষ সুদবিহীন সুকুক বন্ড ছেড়ে ৩ হাজার কোটি টাকা তুলে দুটি সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেক্সিমকো লিমিটেডের পরিচালনা পর্ষদ।

কোম্পানিটির ১ কোটি ৬ লাখ ৯৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ছিল ৮৮ কোটি ৭৫ লাখ টাকা।

রবির শেয়ারও লেনদেন শুরুর পর থেকে আগ্রহের তুঙ্গে। তবে সদ্য সমাপ্ত অর্থবছরে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত দেয়ার পর কিছুদিন হাতবদল হয়েছে কম। যদিও গত এক সপ্তাহ ধরে আবার আগ্রহী হয়ে উঠছেন বিনিয়োগকারীরা।

এই কোম্পানিটির ১ কোটি ৯ লাখ ৯২ হাজার শেয়ার লেনদনে হয়েছে ৫৩ কোটি ৫৫ লাখ টাকায়।

বাংলাদেশে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সানোফি-অ্যাভেন্টিসের ৫৪.৬ শতাংশ শেয়ার কিনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড মূল্যে এই শেয়ার কেনা হয়েছে। বাংলাদেশি টাকায় শেয়ারের দাম পড়ছে প্রায় ৪০০ কোটি টাকা।

লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির মধ্যে তৃতীয় স্থানে ছিল বেক্সিমকো ফার্মা, যার ২৪ লাখ ৮১ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৯ লাখ টাকায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ