বুধবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে দুটি কোম্পানির। বিআইএফসি ও ইনফরমেশন সার্ভিস লিমিটেডের শেয়ার দর বাড়ার হার ১০ শতাংশ।
ফাইনফুডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।
নতুন শেয়ার ইজেনারেশন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। এ নিয়ে টাকা সপ্তম দিনের মতো সর্বোচ্চ পরিমাণ বাড়ল এই কোম্পানির শেয়ার দর।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫১ শতাংশ।
এছাড়া এ তালিকায় ছিল সাফকো স্পিনিং, রবি, অনালিমা ইয়ার্ড ।
দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল রূপালী ব্যাংক, যার দর কমেছে ৫.৭৪ শতাংশ বা এক টাকা ২০ পয়সা।
শ্যামপুর সুগারের দাম কমেছে দুই টাকা ২০ পয়সা বা ৪.৮৬ শতাংশ।
ম্যাকসনস স্পিনিং, সাইফ পাওয়ারটেক, লংকা বাংলা ফিনান্স ও জিবিবি পাওয়ারও আছে সর্বাধিক দর হারানোর তালিকায়।