1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

ওটিসিতে বিপুল শেয়ার বিক্রির আদেশ, ক্রেতা নেই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

মূল মার্কেটে থেকে সরিয়ে ইউনাইটেড এয়ারওয়েজ ওভার দ্য কাউন্টার মার্কেটে (ওটিসি) লেনদেন শুরু হওয়ার পর বিপুল পরিমাণ শেয়ার বিক্রির আদেশ পড়েছে, যা ইতিপূর্বে অন্য কোনো কোম্পানির ক্ষেত্রে হয়নি।

১৭ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই কোম্পানির ১ কোটি ৬১ লাখ ১২ হাজার ৩৩০টি শেয়ার বিক্রির আদেশ দিয়েছেন বিনিয়োগকারীরা।

কিন্তু এখন পর্যন্ত একটি শেয়ারও বিক্রি হয়নি।

গত ১৪ জানুয়ারি ঝুঁকিপূর্ণ বিবেচনায় কোম্পানিটিকে মূল মার্কেট থেকে সরিয়ে ওটিসি মার্কেটে স্থানান্তর করতে ডিএসই ও সিএসইকে নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

আর্থিক প্রতিবেদন না থাকা, নিয়মিত লভ্যাংশ না দেয়াসহ দুর্বল মৌলভিত্তি ও উচ্চঝুঁকি বিবেচনায় কোম্পানিকে ওটিসি মার্কেটে তালিকাভুক্ত করা হয়।

শেয়ার বিক্রির জন্য সর্বনিম্ন ১ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ১০ পয়সা পর্যন্ত দর দেয়া হয়েছে।

এক লাখ থেকে তিন লাখের মধ্যে শেয়ার বিক্রির আদেশ আছে প্রায় ৪০টির বেশি।

২৫ জানুয়ারি ফিনিক্স সিকিউরিটিজ থেকে ৫ লাখ ৩৫ হাজার ৯৮৫টি শেয়ার বিক্রির আদেশ আসে।

তুমহা সিকিউরিটিজের পক্ষ থেকে গত ২৬ জানুয়ারি ১ টাকা ৭০ পয়সায় ৪ লাখ ৫০ হাজার শেয়ার বিক্রির আদেশ দেয়া হয় ।

২২ ফেব্রুয়ারি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে সবচেয়ে বেশি ২৩ লাখ শেয়ার বিক্রির আদেশ দেয়া হয় ১ টাকা ৯০ পয়সায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫