সিকিউরিটিজ আইনের বিধিমালা লঙ্ঘনের দায়ে তিন মার্চেন্ট ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) কোটা বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। কোম্পানি তিনটি হলো বেঙ্গল ইনভেস্টমেন্ট, সিএপিএম অ্যাডভাইজরি ও পিএলএফএসএল ইনভেস্টমেন্ট।
এসইসি জানিয়েছে, মার্চেন্ট ব্যাংক তিনটির মূলধন ঘাটতি রয়েছে। মূলধন ঘাটতি পূরণে এসব প্রতিষ্ঠানকে চলতি বছরের জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। এই সময়ের মধ্যে মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে মার্চেন্ট ব্যাংক তিনটির মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছে এসইসি।