পুঁজিবাজারে প্রায় সাড়ে তিনশ কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত থাকলেও তার থেকে বাছাই করে ত্রিশটি কোম্পানি নিয়ে গঠন করা হয়েছে ব্ল চিপ সূচক।
সেখানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আর্থিক অবস্থা সবচেয়ে ভালো, ব্যবস্থাপনা ও পরিচালনার অন্যদের জন্য উদাহরণ সেসব কোম্পানি তালিকাভুক্ত।
ভালো লভ্যাংশসহ এসব কোম্পানির স্থিতিশীল বিনিয়োগ ক্ষেত্র হিসেবে চিহিৃত করা হয়।
এই কোম্পানিগুলো নিয়ে গঠিত এমন ব্ল চিপ ৩০টি কোম্পানিগুলোর মধ্যে মাত্র একটি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। দর পাল্টায়নি তিনটির। বাকি ২৬টির দর কমেছে।
সোমবার ব্ল চিপ সূচকে সবচেয়ে বেশি কমেছে সিটি ব্যাংকের ৩ দশমিক ৪৭ শতাংশ। এরপরেই ছিল বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বেট বাংলাদেশ) তিন দশমিক ৪৫ শতাংশ। বেট বাংলাদেশের শেয়ার প্রতি দর কমেছে ৫৫ টাকা।
লেনদেনে এগিয়ে থাকলেও বেক্সিমকো লিমিটেড শেয়ার দর কমেছে ৩ দশমিক ১৮ শতাংশ।
ব্র্যাক ব্যাংকের ২ দশমিক ২২ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ১ দশমিক ৪০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩ দশমিক ৩৭ শতাংশ দর কমেছে।