দীর্ঘ বিরতির পর শেয়ার দর বৃদ্ধির শীর্ষে অবস্থান নিল বস্ত্র খাতের প্রতিষ্ঠান আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ তিন টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা আজ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ।
সর্বশেষ ৩৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয় কোম্পানিটির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আজ কোম্পানিটির এক লাখ ২১ হাজার ১৮২টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ৪৫ লাখ টাকা।
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। সর্বশেষ ২০১৮ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়।