আগামী অর্থবছরের বাজেট পুঁজিবাজারবান্ধব করতে বিএসইসি কী প্রস্তাব করতে যাচ্ছে তা নিয়ে কথা বলেন চেয়ারম্যান।
বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়নের জন্য কমিশন সব সময় আন্তরিক। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন বাজেট ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরও আমরা চেষ্টা করে বিভিন্ন সুবিধা নিয়েছি।’
তিনি বলেন, ‘আসন্ন বাজেটে যাতে পুঁজিবাজার গুরুত্ব পায় সেজন্য আটটি বিষয়কে প্রস্তাব হিসেবে পাঠানো হবে। এর মধ্যে তালিকাভুক্ত ও ননতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করের পার্থক্য যেন ১৫ শতাংশ হয়, বন্ড ও সুকুকে কর রেয়াত সুবিধা, মার্চেন্ট ব্যাংকের কর কমানো, আইসিবিকে শক্তিশালী করা ইত্যাদি।’
আটটি প্রস্তাবের মধ্যে পাঁচটি পাওয়া গেলেও কম হবে না বলেও মন্তব্য করেন বিএসইসি চেয়ারম্যান।