গেল সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯.৯২ শতাংশ। ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭.৩৬ শতাংশ। এশিয়া ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৬.২৩ শতাংশ। ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৬.০২ শতাংশ।
এছাড়া এ তালিকায় ছিল আমান ফিড, জাহিন টেক্সটাইল, ওয়ালটন।
দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, যার ৬.০৯ শতাংশ শেয়ার দর কমেছে। তওফিকা ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর কমেছে ৫.৪৩ শতাংশ।
এ তালিকায় সবচেয়ে বেশি ছিল বিমা খাতের কোম্পানি। এর মধ্যে প্রাইম ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স ও প্রভাতি ইন্সুরেন্সের দর কমেছে। এছাড়া রবি ও গ্রামীনফোনের শেয়ারের দর কমেছে যথাক্রমে ৪.৬১ শতাংশ ও ৪.৬০ শতাংশ।