1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩ পূর্বাহ্ন

৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

পুঁজিবাজারে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ প্রস্তাব করেছে।

আগামী ৩১ মার্চ সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১১ মার্চ।

সেখানে অনুমোদন পেলে আইডিএলসির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৩ টাকা ৫০ পয়সা করে পাবেন।

লভ্যাংশের খবরে বৃহস্পতিবার আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে।

বুধবার এ শেয়ার যেখানে ঢাকার পুঁজিবাজারে ৭০ টাকায় লেনদেন হচ্ছিল, বৃহস্পতিবার বেলা ১২টায় তা ৭০ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০২০ অর্থ বছরে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড শেয়ার প্রতি মুনাফা করেছে ৬ টাকা ৭৪ পয়সা। এসময় তাদের শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৪০ টাকা ৪১ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯ টাকা ৫ পয়সা।

আগের বছর এই সময় তাদের শেয়ারে প্রতি সম্পদ মূল্য ছিল ৪ টাকা ৫১ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩৭ টাকা ১৮ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ঋণাত্মক ৪ টাকা ৮৭ পয়সা।

বৃহস্পতিবার আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রাইস আর্নিং রেশিও বা পিই দাঁড়িয়েছে ১০ দশমিক ৪২।

২০১৭ অর্থবছরে আইডিএলসি ফাইন্যান্স মুনাফা করেছিল ২২৭ কোটি ৭১ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩ টাকা ।

২০১৮ অর্থবছরে ২১৭ কোটি ১০ লাখ টাকা মুনাফা করে আইডিএলসি ফাইন্যান্স বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে ৩ টাকা ৫০ পয়সা লভ্যাংশ হিসেবে দিয়েছিল।

আর ২০১৯ অর্থবছরে এ কোম্পানি ১৬৯ কোটি ৯৯ লাখ টাকা মুনাফা দেখিয়েছিল; লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা।

পুঁজিবাজারে এ কোম্পানির ৩৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৭৮০টি শেয়ার আছে। এর মধ্যে ৫৬ শতাংশ ৬৬ শতাংশ আছে পরিচালকদের হাতে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২১ দশমিক ৫২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে ৯ দশমিক ৭০ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ১২ শতাংশ শেয়ার আছে।

আইডিএলসি ফাইন্যান্সের বর্তমান বাজার মূলধন ২ হাজার ৬৩৪ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৩৭৭ কোটি ৫ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৮৬০ কোটি ৬২ লাখ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজিজ পাইপসের এমডি নিয়োগ

  • ২৬ ডিসেম্বর ২০২৪