1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন

রিং শাইন কেলেঙ্কারি: ৬১ বিও হিসাবের তথ্য তলব

  • আপডেট সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুল সমালোচিত কোম্পানি রিং শাইনের কেলেঙ্কারিতে ৬১টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে এসব হিসাবের তথ্য তলব করা হয়েছে। এ ব্যাপারে দুই স্টক এক্সচেঞ্জ ও কোম্পানিকে চিঠি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পাঁচ কার্যদিবসের মধ্যে হিসাবের বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে। সব হিসাবের মাধ্যমে বাজারে আসার আগে প্লেসমেন্টের মাধ্যমে কোম্পানির শেয়ার নেওয়া হয়েছে। আর হিসাবগুলোর তথ্য পেলে তা বিশ্লেষণ করে কোম্পানির অনিয়মের বিষয়টি চিহ্নিত করা হবে। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, কোনো কোম্পানি অনিয়ম করলে তা তদন্ত করে বিএসইসিকে ব্যবস্থা নেওয়া উচিত। আইন অনুসারে তারা কোম্পানির বোর্ড ভেঙে দিতে পারে। আর এ ধরনের দৃষ্টান্ত স্থাপিত হলে অনিয়মের হার কমবে।

সূত্রমতে, প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে ২০১৯ সালের ১২ ডিসেম্বর শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রিং শাইন। ঢাকা ইপিজেডের এই কোম্পানিটি তালিকাভুক্তি নিয়ে শুরুতেই ব্যাপক প্রশ্নবিদ্ধ ছিল। উৎপাদন বন্ধ থাকা কোম্পানিটি প্লেসমেন্টের মাধ্যমে মূলধন বাড়ায়। এরপর শেয়ারবাজারে ১৫ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করেছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি ২২ টাকা পর্যন্ত উঠেছিল। আর সর্বশেষ বাজারমূল্য ৬ টাকা। প্রসপেক্টাসে উল্লিখিত তথ্য অনুসারে ৫০ কোটি টাকা দিয়ে ঋণ পরিশোধ করা হয়েছে। ৯৬ কোটি ৪০ লাখ টাকা যন্ত্রপাতি ক্রয় এবং আইপিওতে ডিএসইর ফি ১ কোটি ৮০ লাখ টাকাসহ মোট ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। সম্প্রতি কোম্পানির পর্ষদ ভেঙে দিয়েছে বিএসইসি। ভেঙে দেওয়ার আগে চেয়ারম্যান হিসাবে ছিলেন সুং জি মিন। ব্যবস্থাপনা পরিচালক সুং ওয়াই মিন।উদ্যোক্তাদের বেশির ভাগই তাইওয়ানের নাগরিক। বাকিরা সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার। তবে শুরুতে কোম্পানির আর্থিক প্রতিবেদনে তথ্য গোপন করে এই প্রতিষ্ঠান। আইপিওর আগে শত শত কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার বিক্রি করেছে। এসব কারণে শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর পরপরই ধস নামে। গত বছরের ২২ জানুয়ারি সংসদে অর্থমন্ত্রী খেলাপি ঋণের যে তালিকা প্রকাশ করেছেন, সেখানে এই কোম্পানির ৪২ কোটি টাকা খেলাপি ঋণ দেখানো হয়েছে। দেশের ৭টি এবং বিদেশি একটি ব্যাংকের কাছে প্রতিষ্ঠানটির ঋণ ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকা। তালিকাভুক্তির পর কোম্পানির উদ্যোক্তারা তাইওয়ানে চলে যায়। এরপর ব্যাংকের অনুরোধে কোম্পানির ব্যাংক হিসাব স্থগিত করা হয়। সম্প্রতি কোম্পানির পর্ষদ ভেঙে সাত সদস্যের স্বতন্ত্র বোর্ড নিয়োগ দেয় বিএসইসি। কোম্পানির ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে এএফসি ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড। নিরীক্ষক হিসাবে রয়েছেন সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে নিষিদ্ধ হওয়া মাহফেল হক অ্যান্ড কোং। এছাড়াও কোম্পানির দুর্নীতি অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এরপর অনুসন্ধান শুরু করে তারা। ইতিমধ্যে ৬১টি বিও হিসাব চিহ্নিত করা হয়েছে।

এগুলো হলো ইকোনো বার্টন অ্যান্ড এক্সেসরিস বিও হিসাব নম্বর ১২০৫০০০০৫৮৫৮৮৪২৫, গ্রী মোহন রায় ১২০৩৬১০০৬৭৯২০১৫৬, মো. আব্দুল কাইয়ুম মামুন ২০৫৮৮০০৬৮০৫০৮২৬, সাজেদুল মাবুদ খাবির ১২০৫২০০০৪৮৪৯৫৩৪১, মো. আবুল খায়ের মানিক ১২০৫২০০০৪৮৪৯৫৩০৯, নাজমুল শাখাওয়াত হোসেন ১২০৩৬১০০৬১৪৯৩২৪৩, রেজওয়ানা রহমান রিমি ১২০৩০৬০০৫৩৮১১৯৭০, নাজনীন আক্তার বানু ১২০৩০৬০০৫৩৮১১৫৯০, হোসনে আরা বেগম ১২০৫২০০০৬৬৪৮১৮৮২, মো. আব্দুল কুদ্দুস আমিন ১২০৫০০০০৫৩৭৭৪৯৬৬, ইমরান রহমান ১৬০৬০৬০০৬৮০০৬৮৩৫, লুৎফুন নেসা বেগম ১২০১৯৬০০৫৩৮১১৯৮৯, মো. আরিফ বিল্লাহ ১২০৫২০০০৪৮৪৯৫৩১৭, আব্দুল মান্নান ১২০৫২০০০৬১৪৯৩১৬১, মোহাম্মদ আরশাদুল আমিন ভুইয়া ১২০৫২০০০৬১৫১৮২৫৯, মো. মঞ্জুরুল ইসলাম ১২০৩৬১০০৬১৪৯২১৭৩, মো. আবুল কাশেম ১২০৫২০০০৬১৪৯২২৪৮, মো. মাসুদ হোসেন রানা ১২০৩৬১০০৬১৪৯২২৬৪, শেখ আতাউল হক ১২০৫২০০০৬১৪৯৩৬০৬, মো. জান্নাতুল ইসলাম ১২০৫২০০০৬১৪৯৩৬১৪, মো, আব্দুর রাজ্জাক ১২০৫২০০০৬১৪৯৩৬২২, মো. আতিকুর রহমান ১২০৫২০০০৬১৪৯৩৬৩০, ফিরোজা বেগম ১২০৩৬১০০৬১৫১৮১৪১, জাকিয়া খোন্দকার ১২০৩৬১০০৬১৪৯২২৩১, মনিরা খোন্দকার ১২০৩৬১০০৬১৪৯২২১৩, জাহাধা খোন্দকার ১২০৫২০০০৬২১৪৯৮২২, সৈয়দা শামসুন্নাহার ১৬০৬০৬০০৬৮০০৬৩৯৯, মোহাম্মদ আনোয়ার জাহিদ ভুইয়া ১২০৫২০০০৪৮৪৬৮৫১৭, সংকর কুমার পাল ১২০৩৬১০০৬৬০৩১২৩৬, মিস উম্মে সালমা ১২০৩৬১০০৬৫২৮১৬৪২, ইউনিভার্স নিটিং গার্মেন্টস লিমিটেড ১২০১৬৩০০৬৬৩৭৫১০০, মো. মোস্তফা হাসান ১২০১৮৩০০৬২৮৯৭৫৪৪, মো. মিজানুর রহমান ১২০৩৬১০০৬৬৩৬৫৯৭৩, মো. হুমায়ূন কবির ১২০৫২০০০৬৬৩৫০১২১, মো. আরিফ হোসেন ১২০৪৫৭০০৬৩৬৪৪৭৫৫, মোহাম্মদ হুমায়ূন কবির ১২০৩৬১০০৬৬৩৮২৪৯৫, মো. আনিসুর রহমান ১২০৩৬১০০৬২০০৮২২০, সুদীপ বনিক ১২০১৮৩০০৫৮৪৬৯৬৫৪, মো. কবির উদ্দিন আহমেদ ১২০৪৭৩০০৫৮৯৭০১১০, এবিএম তানভীর হোসেন ১২০২৮৩০০৫২৯১১৭৪১, মো. ফয়সাল আহমেদ ১২০৩০৪০০৫৮১৭৫৮১৮, রুহুল কুদ্দুস সৈকত ১২০২৮৩০০৫২৮৬৪০২৬, আসিফ ইকবাল চৌধুরী ১৬০৫৫৫০০৫৯৭৫৮৬৭১, মো. সারোয়ার হোসেন ১৬০৫৫৫০০৬১৬৭৪২৬৬, মীর মো. জয়নুল আবেদীন শিবলী ১২০৫১৫০০৫৫১৫০৩৮৭, মিসেস তাসলিমা বেগম ১২০৩৬১০০৪১৩৬৯৯৮৩, চুমকি খাতুন ১৬০৬০৬০০৬৮০০৭১৪৪, মো. তানজিল ১২০১৫৯০০৬৫৮৮৪৭৩৯, নিয়াজ আল ফুয়াদ ১২০১৮৩০০৬৬৪২৭৬৭১, পরীক্ষিত প্রসাদী ১২০১৮৩০০৬৬৪১৭০৯৪, পানু বেগম ১২০১৭৩০০৬৮৬৮১৮২৩৫১, দিল আফরোজ ১২০১৮৩০০৬৮০৭০৯৩৮, মো. সৈয়দ ১২০১৮৩০০৬৬৪১৭০০০, গোলাম আজম চৌধুরী ১২০৫২০০০৬২১৪৯৮১৪, একেএম আতিকুর রহমান ১২০৩৬১০০৬৫৯৩৮৩১১, মো. মাহফুজুল ইসলাম ১২০২১৪০০১৫০৭০৬৭৩, পারভীন আক্তার ১২০১৫৮০০৬৬৪৫০১৮২, গোপাল চন্দ্র বসাক ১২০৩০৯০০২৯৭৭৮০২৮, মিসেস শাহনাজ পারভিন ১৬০৬০৬০০৬৮০০৬৯৬৯, এবিএম গোলাম মোস্তফা ১২০৪৭৮০০৪০১৪৩০৫১ এবং লার্ক টেক্সটাইল লিমিটেড ১২০১৬৩০০৬৬৩৭৫৭১৩।

রিং শাইনের পুনরায় উৎপাদন শুরুর মাধ্যমে ব্যবসা উন্নয়নের লক্ষ্যে ২৬ জানুয়ারি কোম্পানির পর্ষদ পুনর্গঠন করে বিএসইসি। সম্প্রতি কোম্পানিটির তদন্ত কমিটি গঠন করে বিএসইসি। কমিটির সদস্যরা হলেন বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ, উপপরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার এবং মো. ইকবাল হোসেন। নতুন গঠিত স্বতন্ত্র পরিচালকরা হলেন পুলিশের অতিরিক্ত আইজিপি মেজবাহ উদ্দিন (পিআরএল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ল্যাদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের অধ্যাপক মোহাম্মদ সগির হোসাইন খন্দকার, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফোরোজ আলী, পাওয়ার গ্রিডের স্বতন্ত্র পরিচালক ইসতাক আহমেদ শিমুল ও অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের সাবেক মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজিজ পাইপসের এমডি নিয়োগ

  • ২৬ ডিসেম্বর ২০২৪