ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আজ কোম্পানিটির দর ৪ টাকা ২০ পয়সা বা ৯.১৩ শতাংশ কমেছে।
প্রসঙ্গত, পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি রবি ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। গতকাল কোম্পানির পর্ষদ সভায় কোনো লভ্যাংশ ঘোষণা না করায় আজ রবির শেয়ারে নেতিবাচক প্রভাব পড়েছে।
মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৪১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৮ হাজার ৮৫০ বারে ২ কোটি ৪ লাখ ৮১ হাজার ২৮২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮৫ কোটি টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ২০ পয়সা বা ৯.১৩ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
বিআইএফসি লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৪০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইটিসি, অ্যাপলো ইস্পাত কমপ্লেক্স, সিটি জেনারেল ইনন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার, সাভার রিফ্যাক্ট্ররিজ ও প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।