দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রবি আজিয়াটা সর্বশেষ হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ দিচ্ছে না। এ-সংক্রান্ত ঘোষণা জানিয়েছে কোম্পানিটি। আলোচিত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ-সংক্রান্ত এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩৩ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল চার পয়সা। আর গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১৩ টাকা ৯০ পয়সা।
লভ্যাংশ দিচ্ছে না কেন জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক রবি আজিয়াটার এক কর্মকর্তা বলেন, ‘রবি বহুজাতিক কোম্পানি। মালয়েশিয়াভিত্তিক কোম্পানিটির সব ধরনের সিদ্ধান্ত আসে মূল বোর্ড থেকে। এই সিদ্ধান্তটিও তাদেরই। তাই শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারছে না রবি।’
আগামী ২১ মার্চ ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ।