টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে আগামী ১৭ ফেব্রুয়ারি। তাই আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। রেকর্ড ডেটের দিন শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট শেষ হওয়ার পরদিন থেকে শেয়ার লেনদেন স্বাভাবিক নিয়মেই চলবে।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন ১৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ আলোচিত হিসাববছরের জন্য মোট ২৭৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি।
ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৯ এপ্রিল বেলা সাড়ে ১০টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।