পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্যান্য খাতভুক্ত কোম্পানি আমান ফিড মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই ২০২০-সেপ্টেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ৮৯ পয়সা। আগের বছরের আলোচিত সময়ে যা ছিল ৮৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয় ৩৫ টাকা ৬৯ পয়সা। কোম্পানিটির শেয়ার পুঁজিবাজারে সর্বশেষ লেনদেন হয় ৩১ টাকা ৩০ পয়সায়। গত এক বছরে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ২২ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৩৭ টাকা ৫০ পয়সায়। কোম্পানিটির অনুমোদিত মূলধন আছে ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন আছে ১২৭ কোটি টাকার। ২০১৫ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বাজারে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে।