সহযোগী দুই কোম্পানিকে কিনছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট। কোম্পানি দুটিকে অধিগ্রহণের বিষয়ে উচ্চ আদালত আবেদন করেছে। আবেদন গ্রহণ করে হাইডেলবার্গ সিমেন্ট কর্তৃপক্ষকে উচ্চ আদালত বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানানোর নির্দেশ দিয়েছেন। কোম্পানি দুটি হচ্ছে এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এমিরেটস সিমেন্ট বাংলাদেশ ও এমিরেটস পাওয়ার কোম্পানি যৌথভাবে একীভূত করার বিষয়ে উচ্চ আদালতে আবেদন করে হাইডেলবার্গ সিমেন্ট। ডিএসই সূত্রমতে, হাইডেলবার্গ সিমেন্টের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৬২ টাকা ৭০ পয়সায়। গত এক বছরে এই কোম্পানির শেয়ারদর ওঠানামা করে সর্বনি¤œ ১২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৮৪ টাকা ৭০ পয়সায়। ৯১৯ কোটি টাকার বাজার মূলধনের এই কোম্পানিটির অনুমোদিত মূলধন আছে ১০০ কোটি টাকার। আর পরিশোধিত মূলধন আছে ৫৬ কোটি ৫০ লাখ টাকার।