ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবারও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিম লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৫০ বা ৫০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি ৬৭ বারে ৫০ হাজার ১৯১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ ৩০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৯০ টাকা ৬০ পয়সা বা ১২.৬৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ এক হাজার ৭০০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ২৬ হাজার ৩৩৭ বারে ১৫ লাখ ৬৮ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬৭ কোটি ৫৮ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া ইন্স্যুরেন্স, ইউনিলিভার কনজিউমার কেয়ার, রেকিট বেনকিজার, বেক্সিমকো, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস, আরডি ফুড ও ডরিন পাওয়ার লিমিটেড।