দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের ধারা অব্যাহত রেখে বুধবার মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এ-দিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২৩৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৬৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১২৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩০৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ এখন পর্যন্ত সিএসইতে ১২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।