1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ অপরাহ্ন

আজ রিং শাইনের কারখানা পরিদর্শন করবে বিএসইসি

  • আপডেট সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
Ring-Shine

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং সাইন টেক্সটাইলসের কারখানা পরিদর্শন করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠিত তদন্ত কমিটি। সোমবার (৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির কারখানা পরিদর্শন করে উৎপাদন বন্ধের কারণসহ সার্বিক অর্থিক অবস্থা যাচাই করা হবে।

ইতিমধ্যে গত ৪ ফেব্রুয়ারি রিং সাইনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটির (বেপজা) নির্বাহী চেয়ারম্যানকে কারখানা পরিদর্শনের বিষয়টি অবহিত করেছে বিএসইসি।

রিং শাইনের কারখানা পরিদর্শন করবেন বিএসইসির পরিচালক ও গঠিত তদন্ত কমিটির প্রধান রিপন কুমার দেবনাথ, পরিচালক ও তদন্ত কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার এবং উপপরিচালক ও তদন্ত কমিটির সদস্য মো. ইকবাল হোসেন।

পরিদর্শনের বিষয়ে বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়, রিং সাইনের আর্থিক সক্ষমতা যাচাইয়ে লক্ষ্যে গঠিত তদন্ত কমিটি আগামী ৮ ফেব্রুয়ারি কারখানা পরিদর্শন করবে। কোম্পানির উৎপাদন বন্ধের কারণ, প্রকৃত উৎপাদনের অবস্থা, উৎপাদন সক্ষমতা, মজুত পণ্যের তথ্য ও পরিচালনা পর্ষদে ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় দেখভালের জন্য পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হবে।

এ জন্য সাভারে অবস্থিত ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ডিইপিজেড) কারখানা পরিদর্শনের সময় রিং সাইনের প্রথম সারির ম্যানেজমেন্টকে উপস্থিত থাকার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

এছাড়া, রিং শাইনের উৎপাদন শুরু ও আর্থিক অবস্থার উন্নয়নে সার্বিক বিষয় তদারকি করছে কমিশন। এজন্য গত ২৬ জানুয়ারি কোম্পানির আর্থিক অবস্থার উন্নয়নে পরিচালনা পর্ষদে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

কমিশন মনে করে, স্বতন্ত্র পরিচালকদের নেতৃত্বে রিং সাইনের ব্যবসায় উন্নয়ন হবে। এর ফলে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে।

কোম্পানির স্বতন্ত্র পরিচালকরা হলেন, পুলিশের অতিরিক্ত আইজিপি মেজবাহ উদ্দিন (পিআরএল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ল্যাদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সের অধ্যাপক ড. মোহাম্মদ সগির হোসাইন খন্দকার, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ফোরোজ আলী, পাওয়ার গ্রীডের স্বতন্ত্র পরিচালক ইসতাক আহমেদ শিমুল ও অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের সাবেক মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘রিং শাইনের উৎপাদন চালু ও আর্থিক অবস্থার উন্নয়নের জন্য পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদ করপোরেট গভর্নেন্স কোড অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কমিশন চায় কোম্পানি উন্নয়নের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে। তাই কমিশনের গঠন করা তদন্ত কমিটির সদস্যরা রিং শাইনের কারখানা পরিদর্শন করবেন। মূলত তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই তারা কারখানা পরিদর্শন করবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজিজ পাইপসের এমডি নিয়োগ

  • ২৬ ডিসেম্বর ২০২৪