ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৬ লাখ ৩১ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ২০ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
লাফার্জহোলসিম ১৬ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
রেনেটা ৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফিন্যান্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ইফাদ অটোস, লিন্ডেবিডি, মাইডাস ফাইন্যান্স, এম.এল ডাইং, রানার অটোমোবাইলস, সাইফপাওয়ারটেক ও সায়হাম কটন লিমিটেড।