পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া নতুন কোম্পানিগুলোর শেয়ার দর হারাচ্ছে। নেতিবাচক বাজার পরিস্থিতি ও নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপে নতুন কোম্পানির শেয়ার চমক হারাতে শুরু করেছে। ফলে লেনদেনের শুরুতে অস্বাভাবিক দরবৃদ্ধি পাওয়া শেয়ারগুলো এখন সমন্বয় হচ্ছে। উচ্চমূল্যে এসব শেয়ার কিনে এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। সাম্প্রতিক সময়ে তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর হারিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এ ছাড়া রবি আজিয়াটা ও মীর আখতারের শেয়ারও দর হারাচ্ছে।
সাম্প্রতিক সময়ে নতুন তালিকাভুক্ত হওয়া কোম্পানিগুলোর শেয়ার লেনদেনের শুরু থেকেই অস্বাভাবিক দর বাড়তে দেখা গেছে। এ ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছে টেলিকম খাতের কোম্পানি রবি আজিয়াটা। এ কোম্পানিটি লেনদেন শুরুর পর থেকে টানা ১৪ কার্যদিবস দর বেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার বাড়তে বাড়তে ৭০ টাকায় উন্নীত হয়। তবে এরপর পুঁজিবাজারের অস্থিরতায় পতন শুরু হলে গত বৃহস্পতিবার শেয়ারটির দর ৪৪ টাকা ৯০ পয়সায় নেমে আসে।
নতুন শেয়ারগুলোর মধ্যে সবচেয়ে বাজে অবস্থা দেখা গেছে এনার্জিপ্যাক পাওয়ার কোম্পানিতে। ৩১ টাকায় লেনদেন শুরু হওয়া কোম্পানিটির শেয়ার মাত্র পাঁচ কার্যদিবসে ৯২ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়। এরপর থেকেই টানা পতন দেখা গেছে। পরবর্তী ছয় কার্যবিসে টানা পতনে ৪১ শতাংশ দর হারিয়ে শেয়ারটি নেমে এসেছে ৫৪ টাকা ৪০ পয়সায়। রবি আজিয়াটা ও এনার্জিপ্যাক পাওয়ার কোম্পানির শেয়ারপ্রতি আয়ের (ইপিএস) তুলনায় শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় এখন তা সমন্বয় হচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এদিকে অন্য নতুন কোম্পানির তুলনায় শেয়ারপ্রতি আয়ে ভালো অবস্থানে থাকলেও কারসাজি রোধে নিয়ন্ত্রক সংস্থা এসইসির পদক্ষেপে লেনদেন শুরুর তৃতীয় দিনেই দরপতনে পড়েছে নির্মাণ খাতের কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেড। প্রথম দুদিনে শেয়ারটির দর ১০০ টাকা ২০ পয়সায় উন্নীত হলেও তৃতীয় দিনে সর্বোচ্চ পতন হয়েছে। এ ছাড়া এক মাস ধরেই দর হারাচ্ছে বীমা খাতের নতুন দুই কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স। কয়েক সপ্তাহ ধরে পুঁজিবাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। ফলে গত সপ্তাহে ডিএসইর গড় লেনদেনও আগের সপ্তাহের তুলনায় প্রায় ৩৮ শতাংশ কমে ৭৫০ কোটি টাকায় নেমে এসেছে। লেনদেন কমে যাওয়ার পাশাপাশি অধিকাংশ শেয়ার দর কমায় সূচকও কমে গেছে।