পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ৯ কোম্পানি লোকসানের তালিকায় রয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর অর্ধবার্ষিক অনিরীক্ষিক আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রকৌশল খাতে ৪২টি কোম্পানি রয়েছে। এসব কোম্পানির মধ্যে ৩৭টি ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।এর মধ্যে ৯ টি লোকসানের কবলে রয়েছে। এছাড়া আয় কমেছে ১৩ টির। তবে বাকি কোম্পানিগুলো আলোচ্য প্রান্তিকে মুনাফা বেড়েছে।
সবচেয়ে বেশি লোকসানের কবলে রয়েছে ইয়াকিন পলিমার। কোম্পানিটির ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানি লোকসান ৫ হাজার ৭০০ শতাংশ বেড়েছে।
লোকসানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশবন্ধু পলিমার। কোম্পানিটির গত ডিসেম্বর শেষে হিসাব বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৫ পয়সা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানির লোকসান বেড়েছে ৭৮০ শতাংশ।
লোকসানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রেইনইউক যজ্ঞেশ্বর। কোম্পানিটির ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি লোকসানের পরিমাণ ৮ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ১ টাকা ৭১ পয়সা। আলোচ্য সময়ের ব্যবধানে কোম্পানি ৬০৯ শতাংশ লোকসান বেড়েছে।
লোকসানের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, আফতাব অটোস, ন্যাশনাল টিউবস, এটলাস বাংলাদেশ, ইস্টার্ন ক্যাবলস, অলিম্পিক এক্সেসরিজ।