গত ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেড: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ২৫ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৫৪ টাকা ৪৬ পয়সা।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৬২ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২২৫ টাকা ৫৩ পয়সা।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৫৬ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২১ টাকা।
ফরচুন শুজ লিমিটেড: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোম্পানিটি পাঁচ শতাংশ নগদ ও পাঁচ শতাংশ বোনাস লভ্যাংশ পাঠিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৮০ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ৬৩ পয়সা।
ফু–ওয়াং ফুড লিমিটেড: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোম্পানিটি এক দশমিক ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৫০ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা এক পয়সা।
ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড: ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের কোম্পানিটি এক শতাংশ নগদ লভ্যাংশ পাঠিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ৩৩ পয়সা এবং শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা।