বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় কমিশনের মাল্টিপারপাস হলে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন কমিশনের কমিশনার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম রমিজুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থাপন করেন।
এছাড়াও কমিশনের সহকারী পরিচালক, তদুর্ধ গ্রেডের সকল কর্মচারী ও কমীশনারগণ সেমিনারে উপস্থিত ছিলেন।