1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

বিশ্বের পুরোনো ১০ স্টক এক্সচেঞ্জের ইতিহাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

আধুনিক যুগের প্রথম শেয়ার লেনদেন হয় ১৬ শতকে, আমস্টারডামে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল স্টক এক্সচেঞ্জের প্রথম তালিকাভুক্ত কোম্পানি। রোমান প্রজাতন্ত্রের সময় থেকেই কিন্তু শেয়ার লেনদেনের বিষয়টি ছিল। গবেষকদের ধারণা, প্রাচীন রোমে সীমিত দায়ের কোম্পানি ধারণা না থাকলেও বিভিন্ন ব্যবসায় অংশীদারত্বের মতো কিছু বিনিয়োগের সুযোগ ছিল। তবে সে সময় এক্সচেঞ্জের মতো কোনো প্রতিষ্ঠান বা ভবন তৈরি হয়নি।

পুঁজিবাজার ধারণার শুরুটা মূলত বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে। ১৫৩১ সালে অ্যান্টওয়ার্পে প্রতিষ্ঠা হয় বিশ্বের সবচেয়ে প্রাচীন স্টক এক্সচেঞ্জ। ব্রোকার ও মানি লেন্ডাররা সেখানে ব্যবসায়িক, সরকারিসহ নানা ধরনের লেনদেনের জন্য জড়ো হতেন।

তবে সে সময় লেনদেনযোগ্য কোনো অফিশিয়াল স্টক ছিল না। ব্যবসায়িক উদ্যোক্তা ও অর্থদাতাদের মধ্যে বিভিন্ন ধরনের অংশীদারত্ব ছিল। কোম্পানির শেয়ার লেনদেনের কোনো চল সে সময় ছিল না। সেই আধুনিক পুঁজিবাজারের সূত্র আমস্টারডাম।

বিশ্বের সবচেয়ে পুরোনো ১০ স্টক এক্সচেঞ্জ: ১. আমস্টারডাম স্টক এক্সচেঞ্জে: আধুনিক স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু হয় ১৬০২ সালে। ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তালিকাভুক্তি দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল আমস্টারডাম স্টক এক্সচেঞ্জ। এটি স্টক ও বন্ড ইস্যুকারী প্রথম সংস্থা ছিল। বহু বছর ধরে কেবল এই কোম্পানিই তালিকাভুক্ত ছিল।

২. প্যারিস স্টক এক্সচেঞ্জ: ফ্রান্সের প্যারিসে ১৭২৪ সালে প্যারিস স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের দ্বিতীয় প্রাচীন স্টক এক্সচেঞ্জ। তবে ২০০০ সালে আমস্টারডাম, প্যারিস ও ব্রাসেলস স্টক এক্সচেঞ্জকে একীভূতকরণের মাধ্যমে ইউরোনেক্সট প্রতিষ্ঠিত হয়। মূলত ইউরো আসার পর বাজারটি প্রতিষ্ঠিত হয়। এর কার্যালয় প্যারিসে।

৩. ফিলাডেলফিয়া স্টক এক্সচেঞ্জ: যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হলো ফিলাডেলফিয়া স্টক এক্সচেঞ্জ। ১৭৯০ সালে ‘ফিলাডেলফিয়ার বোর্ড অব ব্রোকার্স’ হিসেবে প্রতিষ্ঠিত হয় এটি। অবশ্য পরবর্তী ২০০ বছরে এটি বেশ কয়েকবার এর নাম ও অবস্থান পরিবর্তন করেছে।

৪. লন্ডন স্টক এক্সচেঞ্জে: ১৮০১ সালে প্রতিষ্ঠিত হয় লন্ডন স্টক এক্সচেঞ্জ। তবে এর ভিত অনেক পুরোনো। ১৫৭১ সালে প্রতিষ্ঠিত রয়্যাল স্টক এক্সচেঞ্জের ভিত্তিমূলের ওপরই প্রতিষ্ঠিত হয় লন্ডন স্টক এক্সচেঞ্জ। ২০০৭ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ প্রতিষ্ঠিত হয় এবং তারা ইতালির মিলান স্টক এক্সচেঞ্জের সঙ্গে একীভূত হয়।

৫. বোরসা স্টক এক্সচেঞ্জ: বোরসা স্টক এক্সচেঞ্জ মিলান-ভিত্তিক। ২০০৭ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জের সঙ্গে একীভূত হয় এরা। বোরসা ডি কমার্সিয়ো দ্য মিলানো (মিলান স্টক এক্সচেঞ্জ) নামে পরিচিত এই স্টক এক্সচেঞ্জ মূলত ১৮০৮ সালে ইতালির নেপোলিয়োনিক কিংডমের ভাইসরয় ইউজন ডি বোয়ার্নইস প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯৮ সালে এটি বেসরকারি মালিকানাধীনে চলে যায়।

৬. নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ: যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্যিক শহর নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত এই স্টক এক্সচেঞ্জ বিশ্বের অন্যতম প্রধান ও বৃহত্তম পুঁজিবাজার। এর পরিচিতি মূলত ওয়ালস্ট্রিট নামে। ১৭৯২ সালের ১৭ মে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর বাজার মূলধন প্রায় ২৫ দশমিক ৫৩ ট্রিলিয়ন ডলার। এখানে প্রতিদিন গড়ে প্রায় ১৭০ বিলিয়ন ডলার লেনদেন হয়।

৭. ফ্রাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জ: ১৮২০ সালে প্রতিষ্ঠিত হয় এই স্টক এক্সচেঞ্জ। বাজার মূলধনের দিক দিয়ে এটি বিশ্বের ১২তম বৃহৎ স্টক এক্সচেঞ্জ।

৮. মাদ্রিদ স্টক এক্সচেঞ্জ: মাদ্রিদ স্টক এক্সচেঞ্জ স্পেনের চারটি স্টক এক্সচেঞ্জের মধ্যে বৃহত্তম। বোলাস ওয়াই মার্কাডোস স্প্যানিয়োলসের মালিকানাধীন এটি। ১৮৩১ সালে এটি প্রতিষ্ঠিত হয়। ঐতিহাসিক প্যালাসিও দে লা বলসা ডি ভবনে এটি অবস্থিত। স্পেন কিংডমের আইনের অধীনে এটি একটি করপোরেশন।

৯. টরন্টো স্টক এক্সচেঞ্জে: কানাডার টিএমএক্স গ্রুপের মালিকানাধীন টরন্টো স্টক এক্সচেঞ্জ বাজার মূলধনের দিক দিয়ে বিশ্বের নবম বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। টরন্টো স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৮৬১ সালে।

১০. বোম্বে স্টক এক্সচেঞ্জ: ১৮৭৫ সালের ৯ জুলাই মুম্বাইয়ের দালাল স্ট্রিটে বোম্বাই স্টক এক্সচেঞ্জ (বিএসই) প্রতিষ্ঠিত হয়। এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ এটি। তৎকালীন বোম্বের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ এটি প্রতিষ্ঠা করেন। মজার বিষয় হচ্ছে, ১৮৫০ সালের দিকে বোম্বের টাউন হলের সামনে একটি বটগাছের নিচে লেনদেনের কাজ চালাতেন শেয়ারবাজারে আগ্রহীরা। ১৮৭৪ সাল পর্যন্ত সেভাবেই হয়েছে।

কিন্তু একসময় শেয়ার কেনাবেচার লোক বেড়ে যায়। স্থায়ী একটি অবস্থানের প্রয়োজন হয়ে পড়ে। পরে দালাল স্ট্রিটকে বেছে নেওয়া হয়। ভারতের স্বাধীনতার এক দশক পরে, অর্থাৎ ১৯৫৭ সালের ৩১ আগস্ট বিএসইর সিকিউরিটিজ কন্ট্রাক্টস রেগুলেশন আইনের অধীনে ভারত সরকার স্টক এক্সচেঞ্জের স্বীকৃতি দেয়। ১৯৮৬ সালে বিএসইর সেনসেক্স সূচক যাত্রা শুরু করে। বর্তমানে বাজার মূলধনের ভিত্তিতে এটি বিশ্বের দশম বৃহৎ স্টক এক্সচেঞ্জ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ