ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৭ লাখ ৬৩ হাজার ৮১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ১৯ লাখ টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
উত্তরা ব্যাংক ৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিভিও পেট্রো কেমিক্যাল ২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিএটিবিসি, বিকন ফার্মা, বার্জার পেইন্টস, বেক্সিমকো, সিটি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, জিপিএইচ ইস্পাত, লংকাবাংলা ফিন্যান্স, ম্যারিকো, এম.এল ডাইং, মুন্নু সিরামিক, ন্যাশনাল টিউবস, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, এসকে ট্রিমস ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।