পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্সের পরিচালনা পর্ষদ কোম্পানিটির উৎপাদন পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ভূগর্ভস্থ গ্যাস লাইনের পুনর্নির্মাণ শেষ হওয়ায় কোম্পানিটির উৎপাদন ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হবে।
এর আগে ভুগর্ভস্থ গ্যাস লাইন পুনর্নির্মাণের জন্য প্রথম দফায় ৪৫ দিন অর্থাৎ ২ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩০ দিন অর্থাৎ ১৭ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
কারখানায় গ্যাসের কাজ ও পুনঃসংশোধনের কাজ শেষে আগামী ১০ ফেব্রুয়ারি কোম্পানিটির কারখানায় উৎপাদন চালুর সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।