1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২০ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন

আলহাজ টেক্সটাইলের চেয়ারম্যানকে অপসারণ করল বিএসইসির

  • আপডেট সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইলের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির চেয়ারম্যান আবদুল্লাহ বোখারিকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বিএসইসি এ-সংক্রান্ত আদেশ জারি করেছে।

বিএসইসির গতকালের আদেশে আবদুল্লাহ বোখারির বদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শফিকুল ইসলামকে কোম্পানিটির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০ জানুয়ারি শফিকুল ইসলামসহ তিনজনকে কোম্পানিটিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন তিন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান করার নির্দেশনা জারি করা হয়েছে।

কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান আবদুল্লাহ বোখারি ডিএসইর সাবেক সভাপতি ছিলেন। তাঁরই কোম্পানিটি সিকিউরিটিজ আইন লঙ্ঘনের পাশাপাশি সামর্থ্য থাকার পরও বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিচ্ছে না। এ কারণে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানিটির বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করেছে বিএসইসি।

এর আগে কোম্পানিটির কার্যক্রম তদারকির জন্য বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। এ ছাড়া কোম্পানিটির সার্বিক কার্যক্রম যাচাইয়ে বিশেষ নিরীক্ষা করানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোম্পানিটির সব ধরনের সম্পদের ওপর বিক্রি, স্থানান্তর, বিক্রয় ও রূপান্তরে নিষেধাজ্ঞা আরোপিত রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪