ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন কমেছে ২৩ দশমিক ১১ শতাংশ। আর বাজার মূলধন কমেছে এক দশমিক ৬৮ শতাংশ। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১১ দশমিক ৮২ পয়েন্ট বা এক দশমিক ৯২ শতাংশ কমে পাঁচ হাজার ৭২৪ দশমিক ৩৬ পয়েন্টে স্থির হয়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১৪ দশমিক ২৫ পয়েন্ট বা এক দশমিক ১০ শতাংশ কমে এক হাজার ২৮০ দশমিক ৪০ পয়েন্টে পৌঁছায়। ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৮ শতাংশ কমে দুই হাজার ১৯১ দশমিক ২১ পয়েন্টে স্থির হয়। মোট ৩৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৯ কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়নি তিনটির। দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ২০৩ কোটি ২৫ লাখ ৯২ হাজার ৭২১ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ৫৬৪ কোটি ৯৭ লাখ ৪৮ হাজার ৪৯০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে ৩৬১ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৭৬৯ টাকা বা ২৩ দশমিক ১১ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ৭১ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে চার কোটি ৩২ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৪ দশমিক ২০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ১৩ কোটি ৯ লাখ ৩২ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৪৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। ‘এ’ ক্যাটেগরির এ কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১২ দশমিক ৫০ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৩৫ কোটি ৫১ লাখ ৪২ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১৭৭ কোটি ৫৭ লাখ ১৪ হাজার টাকার শেয়ার।
এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৯ কোটি ৯৯ লাখ ২৮ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৬ লাখ ৪১ হাজার টাকার শেয়ার।
এর পরের অবস্থানে থাকা ‘এ’ ক্যাটেগরির আমান ফিড লিমিটেডের শেয়ারদর বেড়েছে আট দশমিক শূন্য সাত শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন চার কোটি ৯২ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ২০ কোটি চার লাখ ৬১ হাজার টাকার শেয়ার।
ডিএসইতে টার্নওভারের দিক থেকে শীর্ষে ছিল বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)। সপ্তাহজুড়ে ‘বি’ ক্যাটেগরির কোম্পানিটির ১০ কোটি ৭৫ লাখ ৯৭ হাজার ৮১৮টি শেয়ার ৯৩৪ কোটি ৪৪ লাখ ২৮ হাজার টাকায় লেনদেন হয়, যা মোট লেনদেনের ১৫ দশমিক ৫৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটির দর দুই দশমিক শূন্য চার শতাংশ বেড়েছে।