ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। এদিন সূচকের সঙ্গে লেনদেন আগের দিনের তুলনায় ৩৫ কোটি টাকা বেড়েছে। এদিন মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ১৩৪টির এবং কমেছে ১৩১টির। বাকি ৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় ৯৪১ কোটি আট লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৯০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার টাকা। এদিন ২৩ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৩০৮টি শেয়ার এক লাখ ৫২ হাজার ৫৪৫ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের মধ্য দিয়ে লেনদেন হয়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ১৬ শতাংশ বেড়ে পাঁচ হাজার ৭২৪ দশমিক ৩৫ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৫১ পয়েন্ট বা শূন্য দশমিক শূন্য চার শতাংশ বেড়ে এক হাজার ২৮০ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১২ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ বেড়ে দুই হাজার ১৯১ দশমিক ২০ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন এক হাজার ৭৩২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৪ হাজার ১২ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার টাকায়।
গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। কোম্পানিটির ১৫৪ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ছয় টাকা ৪০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের ৬৪ কোটি ৬৭ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর দুই টাকা বেড়েছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৬১ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর চার টাকা ৪০ পয়সা কমেছে। এর পরের অবস্থানগুলোয় থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেডের ৫৭ কোটি চার লাখ ৩৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫০ কোটি ২৩ লাখ ৫৪ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৩২ কোটি ৯২ লাখ ৪১ হাজার, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ২৫ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার, সামিট পাওয়ার লিমিটেডের ২২ কোটি ৫৬ লাখ ৪৮ হাজার, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১৭ কোটি ৯৭ লাখ ৯ হাজার টাকার এবং রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৬ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
৯ দশমিক ৮৫ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমান ফিড লিমিটেডের ৯ দশমিক শূন্য ৯ শতাংশ, বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেডের আট দশমিক ১৪ শতাংশ, সাইফ পাওয়ারটেক লিমিটেডের সাত দশমিক ৪২ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের ছয় দশমিক ৯৭ শতাংশ শেয়ারদর বেড়েছে। ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ছয় দশমিক ৪২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ছয় শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের পাঁচ দশমিক ৬৮ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চার দশমিক ৫৮ শতাংশ এবং বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চার দশমিক ২৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৫২ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ১০ হাজার ৬৫ দশমিক ৯৬ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৬৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৫২ শতাংশ বেড়ে ১৬ হাজার ৬৭৫ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১০৭টির, কমেছে ৮৭টির এবং ৬০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৪১ লাখ ৮২ হাজার ৯১৯ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ১২৪ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এ হিসাবে লেনদেন কমেছে তিন কোটি ৮৫ লাখ ৯২ হাজার ২০৫ টাকার।