বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেড এবং গ্রামীণফোন লিমিটেডের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত ছয় মাস বা অর্ধবার্ষিকের জন্য অন্তর্বর্তীকালীন আড়াই শতাংশ নগদ লভ্যাংশ (উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত) দেয়ার ঘোষণা করেছে। লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি। গ্রামীণফোন লিমিটেড: ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ১৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। এর আগে অন্তর্বর্তীকালীন ১৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। অর্থাৎ আলোচিত হিসাববছরের জন্য মোট ২৭৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে কোম্পানিটি। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৫৪ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৯ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২৪ টাকা ৮৬ পয়সা, যা তার আগের বছর একই সময় ছিল যথাক্রমে ২৫ টাকা ৫৬ পয়সা, ২৮ টাকা ৪০ পয়সা ও ৪২ টাকা ৫০ পয়সা। ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ১৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় অনলাইনে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি।