দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (২৫ জানুয়ারি) ৩৯ কোটি ৬০ লাখ টাকা লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের। কোম্পানিটির লেনদেনের পরিমাণ ২১ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার টাকা।
ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে আছে বেক্সিমকো ফার্মা। কোম্পানির ৩ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা লেনদেন হয়ে ব্লক মার্কেটে তৃতীয় অবস্থানে আছে মু্ন্নু সিরামিকস।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে – বিএসআরএম লিমিটেডের ১৪ লাখ ৮০ হাজার টাকা, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২৮ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৩১ লাখ ৫০ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১ কোটি ৭ লাখ ৭৩ হাজার টাকার, এনার্জিপ্যাকের ২৩ লাখ ১৫ হাজার, ফার্স্ট ফাইন্যান্সের ১ কোটি ২৫ লাখ ৪ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৩১ লাখ ৪১ হাজার টাকার, জেনারেশন নেক্সটের ৫ লাখ ১ হাজার টাকার, আইডিএলসি ফাইন্যান্সের ১ কোটি ২২ লাখ ৪০ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ১৭ লাখ ৬০ হাজার টাকার;
লাজার্জহোলসিমের ২৮ লাখ ৪০ হাজার টাকার, লিন্ডে বিডির ১৮ লাখ ৫৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১১ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ২৭ লাখ ৮০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংয়ের ৭ লাখ ৯২ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ২ হাজার টাকার, রেনাটার ২২ লাখ ১২ হাজার টাকার, রবি আজিয়াটার ১২ লাখ ৬০ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ২৩ লাখ ৯০ হাজার টাকার, সায়হাম কটনের ৩২ লাখ ৬৩ হাজার টাকার, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৮৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫৭ লাখ ২০ হাজার টাকার, এসএস স্টিলের ১ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকার, তাকাফুল ইন্স্যুরেন্সের ২৫ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।