1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

সিংহভাগ শেয়ারের দরপতনে সূচক ও লেনদেন কমেছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর কমায় সূচক ও লেনদেন কমেছে। এদিন মোট ৩৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। দর বেড়েছে ৬২টির এবং কমেছে ২২২টির। বাকি ৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর অপরিবর্তিত ছিল। গতকাল ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৫১৯ কোটি ৫৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল দুই হাজার ৩৮৪ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ লেনদেন কমেছে ৮৬৫ কোটি ২৭ লাখ ৭৪ হাজার টাকা। এদিন ৪২ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৩৪৯টি শেয়ার দুই লাখ ৩২ হাজার ৩৮৯ বার হাতবদল হয়। গতকাল লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হয়। অন্যদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৭১ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ কমে পাঁচ হাজার ৮০১ দশমিক ৭২ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ৫ দশমিক ৩৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৪১ শতাংশ কমে এক হাজার ২৯৩ দশমিক ৯৬ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে ডিএস৩০ সূচক ১৩ দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬২ শতাংশ কমে দুই হাজার ১৯৫ দশমিক ০২ পয়েন্টে স্থির হয়। গতকাল ডিএসইর বাজার মূলধন ছয় হাজার ৬৭০ কোটি ৯০ লাখ ৪৬ হাজার টাকা কমে দাঁড়িয়েছে চার লাখ ৮৯ হাজার ২৮৯ কোটি ২২ লাখ ৭২ হাজার টাকায়।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৪৯ কোটি ৮৯ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারটির দর ৯০ পয়সা বেড়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রবি আজিয়াটা লিমিটেডের ২২৬ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারদর ৬ টাকা কমেছে। লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৯০ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। শেয়ারদর এক টাকা ৪০ পয়সা বেড়েছে।

এরপরের অবস্থানগুলোয় থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৭০ কোটি ৬৭ লাখ ৮৭ হাজার টাকার, সামিট পাওয়ার লিমিটেডের ৭০ কোটি ৫৪ লাখ ৫৪ হাজার টাকার, সিটি ব্যাংক লিমিটেডের ৪১ কোটি ৪৪ লাখ ৬০ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৩৯ কোটি ২৮ লাখ ২৭ হাজার, আইএফআইসি ব্যাংক লিমিটেডের ৩৮ কোটি ৩৬ লাখ চার হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ৩০ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকার এবং গ্রামীণফোন লিমিটেডের ২৪ কোটি ৭০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

৯ দশমিক ৮২ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে ছিল এডিএন টেলিকম লিমিটেড। অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ৮ দশমিক ৩৯ শতাংশ, নিউ লাইন ক্লথিংস লিমিটেডের ৫ দশমিক ৫২ শতাংশ, ন্যাশনাল ফিড মিল লিমিটেডের চার দশমিক ৭১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের চার শতাংশ শেয়ারদর বেড়েছে। আমরা টেকনোলজিস লিমিটেডের তিন দশমিক ৮৯ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের তিন দশমিক ৬০ শতাংশ, রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের তিন দশমিক ৪০ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের তিন দশমিক ৩০ শতাংশ এবং এনভয় টেক্সটাইল লিমিটেডের তিন দশমিক ২২ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৪ দশমিক ৪০ পয়েন্ট বা এক দশমিক শূন্য এক শতাংশ কমে ১০ হাজার ১৯৭ দশমিক ৫২ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৭৩ দশমিক ৫৮ পয়েন্ট বা এক দশমিক শূন্য এক শতাংশ কমে ১৬ হাজার ৮৯৮ দশমিক ৪৩ পয়েন্টে অবস্থান করে। সিএসইতে ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৬২টির এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল। সিএসইতে লেনদেন হয়েছে ৯৮ কোটি চার লাখ ৩২ হাজার ৪৭৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫১ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ৩২২ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪