1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

পুঁজিবাজারে তেজিভাব: বড় মাইলফলকে ডিএসইর মূলধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
dse-cse-sharesangbad

দেশের পুঁজিবাজারে তেজিভাব বিরাজ করছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বড় উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেদেন কিছুটা কমলেও ২ হাজার কোটি টাকার উপর হয়েছে। এদিন শুধু উত্থানই নয় ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) বাজার মূলধনে রেকর্ড গড়েছে। আজ ডিএসইতে বাজার মূলধন এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ পাঁচ লাখ ১ হাজার কোটি টাকার ঘরে পৌঁছেছে।

আজ ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা পৌঁছায়। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। আজ বাজার মূলধন ১১ হাজার ৩৯৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা বেড়েছে। বুধবার (১৩ জানুয়ারি) ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকার।

এর আগে ১২ জানুয়ারি বাজার মূলধন ১২ হাজার ৫০০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি ১২ লাখ ৯৪ হাজার টাকায় পৌঁছায়। এদিনটিও বাজার মূলধন রেকর্ড পরিমাণে অবস্থান করে। আগের দিন অর্থাৎ ১১ জানুয়ারি বাজার মূলধন ছিল ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি ৬ লাখ ৮ হাজার টাকায়।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৯.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৯.৩০ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ১ বছর ১১ মাস ১৫ দিন বা সাড়ে ২৩ মাস বা ৪৩৩ কার্যদিবস পর ৫ হাজার ৯০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২৯ জানুয়ারি সূচকটি ৫ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছিল। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৮৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৭৬.৮৯ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১২.১৮ বেড়ে দাড়িয়েছে যথাক্রমে ১৩২৩.৫০ পয়েন্টে, ২২৩৬.৭৭ পয়েন্টে এবং ১২৭৬.৩০ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৭ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৯টির বা ৪৩.৯২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৩৩টির বা ৩৬.৭৪ শতাংশের এবং ৭০টির বা ১৯.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২২.৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দর বেড়েছে, কমেছে ১০৭টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ
DSE12

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ২১ জানুয়ারী ২০২৫