পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে জারী করা তদন্তের গাইডলাইন স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বিষয়টি সানবিডিকে নিশ্চিত করেছেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ।
তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে কোম্পানিগুলোর অস্বাভাবি দর উঠা-নামা,শেয়ার প্রতি আয়(ইপিএস) অস্বাভাবিক পরিবর্তন খতিয়ে দেখার জন্য স্টক এক্সচেঞ্জকে একটি গাইডলাইন দেওয়া হয়েছিলো। সেই গাইডলাইন আজকে স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে একটি কথা প্রচলিত আছে যে, সব কোম্পানিকে একইভাবে দেখা হয় না। এই কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য একটি গাইডলাইন দেওয়া হয়েছিলো। যাতে করে একই গাইডলাইন মেনে সব কোম্পানির বিরুদ্ধে তদন্ত করতে পারে। কিন্তু পুঁজিবাজার সংশ্লিষ্টরা বিষয়টি ভালোভাবে নেই বলে মনে হয়েছে। তাই এটিকে আরও পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে চায় কমিশন। সেই জন্য তদন্তের গাইডলাইনটি স্থগিত করা হয়েছে।